তোমার আকাশ চুরি হয়ে গিয়েছে
অন্যের স্বৈরিতার কাঁটা তারে তুমি জর্জরিত
তোমার স্বাধীনতা গিলে টইটুম্বুর বাধ্যতার অক্টোপাস
শ্বদন্ত প্রাণীর বিষাক্ত কামড় তোমার ডানার প্রান্তে
তুমি পরাধীন মেনে নেয়া এক মানবী।
সময়ে দম দিয়ে যাওয়া এক যান্ত্রিক ঘড়ির ন্যায়,
তোমার নীলাকাশ মানেই,জানালার সিকে উদাস দুটি চোখ
মাঝে মাঝে মনে হয়,তুমি মেনে নেয়ার বেয়নেটে দগ্ধ-
জীবন্ত এক লাশ,যার ইচ্ছে আছে কিন্তু দেহের ক্ষতয় অপারগ ।
তুমি এক শক্ত শিকল সুতোয় বাঁধা পরাধীন ঘুড়ি
উড়ার সাধ অপার কিন্তু পেছনে বাধ্যতার লালচোখ
নীল আকাশের ভ্রূকুটি সয়ে তুমি বড় বেশী নির্লজ্জ আজ
তোমার প্রতীক্ষায় থেকে থেকে গোলাপের রক্তরঙ্গা -
অভিমানে নিয়েছে আড়ি,শত বসন্ত ঠাই দাঁড়িয়ে ছিল-
তোমার জানালায়,তবু মেলেনি তোমার মঞ্জুরি
হৃদয় কল্পনায় হাজার প্রজাপতি,জোনাকি আর ঝিঝির দল
সব গেছে পরবাসে,অবশেষে হৃদয় শুধুই এক মুঠো পোড়া ছাই
তবু তোমার ছুটি মেলেনি মেনে নেয়ার এই শ্মশান থেকে ।
তথাকথিত স্বাধীনতার স্লোগান মোড়কে তুমি সত্যি ই
এক অসামান্য স্বাধীন নারী,বাধ্যতার জালে-
দিন যত যায় জীবন আর যৌবন ,লাল হয়ে যাওয়া টগবগে
রক্তচক্ষুর সয়াবিনে মারে জিলিপির প্যাচ,
এই তো মেনে নেয়া, এইতো তুমি নামের
শুধুই এক মানবী ।