তুমি যাদের ঘিন্না ভরে কুচকে ভুরূ তুচ্ছ করো
ওরাও মানুষ
তুমি যাদের পাশ কাটিয়ে রুমাল চেপে গাড়ি চড়ো
ওরাও মানুষ
তুমি যাদের দেখছ পরে ডাস্টবিনেতে খাবার খোঁজে
ওরাও মানুষ
তুমি যাদের ছুড়ে দিয়ে অবহেলা মগ্ন ভোজে
ওরাও মানুষ
তুমি যাদের হীন করেছো ভাগ্য দশায় জীবন ভরা
ওরাও মানুষ
তুমি যাদের গন্ধ শরীর থুতু ফেলে ভাগছ তরা
ওরাও মানুষ
তুমি যাদের কষ্ট গুলো পা মাড়িয়ে পাশকেটে যাও
ওরাও মানুষ
তুমি যাদের নোংরা কথার ধমক দিয়ে আনন্দ পাও  
ওরাও মানুষ
তুমি যাদের ঘামের দামে শ্রম শোষণে অট্টালিকা
ওরাও মানুষ
তুমি যাদের সুখের নামে দীর্ঘ করো সুদ তালিকা
ওরাও মানুষ
তুমি যাদের কুকুর বিড়াল ভেবে নিয়েই চলছ পথে
ওরাও মানুষ
তুমি যাদের ভাবছ কাঁটা তোমার চলা সুখের রথে
ওরাও মানুষ
তুমি যখন ভেবেই নিলে এই ধরণী স্বর্গ তোমার
তুমিই মানুষ  
ওরাও মানুষ বুঝবে সেদিন মাটির শরীর পুড়বে যেমন
ঠুনকো ফানুস।