সেই ভালো,
অশ্রু রঙ্গের অভিমান রেখে কি হবে ?
দুজনেই, কষ্টের বেহুঁশ আগুনে পুড়ে কি হবে  ?  
এভাবে,স্তিমিত হাহাকার রোদ্দুরের রোদন পুষে আর,কি হবে ?      
তাই গোপন অভিমানে একলা নির্জন প্রয়াণ আমাদের -    
বিষণ্ণ বনবাস যাত্রায় সফল হোক তবে,  
সেই ভালো,
সেই স্বপ্নের এক সমুদ্দুর রচনার ভোর
অসংখ্য ঢেউয়ের উত্তাল সুখের ঘাটে নোঙ্গর  
অভিলাষী নিশীথের ঘুম হীন খেয়া পারাপার  
পূর্ণিমান্ত তিথির,অঙ্গীকারের বৃত্তে সীমাহীন ভালোবাসার সব-  
সব অবসান হোক অনভিপ্রেত বিনাশী বিনাশনের অবগাহনে    
সেই ভালো ,
শারদপ্রাতের হৃষিত গালিচায় নম্র কুয়াশায় সেই সন্ধি মালা  
আজ অবশীভূত ভালোবাসার বিরহে ওমে ভাঙ্গা বিরহী পারদ তরল    
বৈরি বসন্তে,উপোষী সম্পর্কের নোনা জলের উপর নিদারুণ স্বরলিপির    
তিরবিদ্ধ ভাষায় শুক্লপক্ষের অবসান হোক এভাবেই  
সেই ভালো ,
সংকুল অনুরাগে, মায়া পৃথিবীর ছায়াবীথি তলে
যেথা দুজনার স্পর্শের মাদকতায় অপূর্ব অধিকারে
জন্মেছিলো শত গন্ধী ফুল,সঁপেছিলাম যা নৈবেদ্য থালায়-
বিজয়ের সখ অভ্যাসে,  
বিরহের অনুশাসনে, দিনে দিনে না বলার নীরব আহাজারির -
হাজার শঙ্কায় ভস্ম হয়েছে তার সকলই,    
কিছুই নেই অবশিষ্ট ফিরে পাবার ফিরে দেখার
চোখে চোখ নয়, পিঠ দেখিয়ে যাক দুটি সমুদ্দুর
সেই ভালো  ।