আমি দ্বিধাহীন বলি, তুমি ই তোমার তুলনা  
তোমার আঁখি দিগন্তে নিদারুণ কাজল কালো কারুকাজ
মন বসন্তের মাঠে পিপাসিত বিহঙ্গ মেটায় অভিলাষ,আকণ্ঠ ভরে  
তোমার কৃষ্ণ কেশের অপার ঘন ব্যাকুলতায় -  
অমাবস্যায় মেটায়  জনম ভরা তৃষিত বিভার তৃষ্ণা
তোমার পায়ের আলতা চিহ্ন চিনে পান্থ পাখিদের ঝাঁক
ঘরে ফেরে এক বুক ভালবাসা বিভোর স্বপ্ন চোখে নিয়ে
তোমার হাজার রঙ্গা চুড়ির ঝংকারে মুখরিত রংধনু সাজে
গগণ বিলাসী ফুল হয়ে মেঘ তুলোর ফাকে  
তুমিই শুধু তোমার তুলনা এই সুন্দর ধরণীর বুকে।  
তোমার রূপের মায়াবী উষ্ণতায়, বর্ষার থৈ থৈ জল মাতে -  
ধরার আনাচে কানাচে,নদী ভরে রুপালী ভালোবাসা ,  
এ যেন বহু খরার পর কাঙ্ক্ষিত জল,চাতক পাখির ইচ্ছে-পুরণ মেলা    
এ বুঝি তোমার রূপের সুভাষিত শয্যায় জল তরঙ্গের খেলা।
শোনো, স্রষ্টার নন্দিত স্বপ্ন রানী, বলি তোমারে  
তোমার আশার নীল নকশা এঁকে দাও  এ পৃথিবীর বুকে
কিছু স্বপ্ন লালিত হোক পরম ভালোবাসায় ধীরে ধীরে
তোমার ঐ ঠোঁটের মিষ্টি কিছু শব্দ কণা নিয়ে সৃষ্টি হোক  
হাজার গোধূলি লগ্ন,প্রেম-ঘন  ক্ষণ সায়াহ্নের আলোক ঝর্নায়
বিদীর্ণ পথের মরীচিকায় দুঃস্বপ্ন যাক নির্বাসনে,
জীবনের পরতে পরতে প্রাণের অনুভূতিহীন স্বরলিপি গুলো
তোমার রূপের মূর্ছনায় বার বার বলতে থাক চিরদীন তুমিই সত্য
সুন্দরের তুমি চিরো অমলিন,অসামান্য,অতুলনীয় মিতার রাজ্যের
মিতু রানী ।