ক্লান্ত  হয় দৃষ্টি
বুঁজে আসে
অলস চোখের পাপড়ি।
তবুও চোখ মেলে তাকাই
তোমাকে দেখার লোভনীয়
সুযোগটি হারাতে না চাই।
যতই ক্লান্ত হোক অলস দৃষ্টি
সবকিছু তুচ্ছ করে
দেখব তোমার মধুকর সৃষ্টি।
তুমি সুধাকর, তুমি উদাসীনি,
তোমাকে করেছি আমি
নিঝুম রাতের সঙ্গীনি।
তুমি আলোর আধার
অজস্র রুপের ফল্গুধারা
ভাসে তোমার চারিধার ।
যখনই হাস তুমি অম্বরে
পুরাতন ঘুমিয়ে জেগে ওঠে
আরেক নতুন তোমার অবয়বে।