দেখ তুমি বন্ধু নিত্য রঙিন তামাশা
কখন যেন ঘনিয়া আসে রাত্রি তমসা।


আছো তুমি নিঠুরিয়া অদৃশ্য অবয়ব হয়ে
জগৎ জুরে বহুসুখে আমারই চারিপাশে।


দিবারাত্রি যাপনে অট্ট হাসিতে হাসো তুমি
কৃত পাপের সাক্ষী আমার দুই সফর সঙ্গী।


চিত্ত আমার রঞ্জিত সহস্র সাগর রঞ্জনে
খুঁজিয়া সুখ ক্লান্ত আখিঁ শান্তি নাহি মিলে।


কত পথ কত ক্রোশ চষিয়াছি জগৎ জুড়ে
তৃষ্ণায় বুক ফাটিয়াছে জল নাহি কারো তরে


মিছে দুনিয়ার ঝলমল বাহারে ছুটিয়া
অহেতুক বন্দর করিলাম পার মন মুনিয়া।


অপেক্ষায় তুমি কখন আদেশ হবে তাহার
নিয়ে আত্মা করবে আমায় জগত সংসার ছার।


কতো জানি কষ্ট দিবে প্রাণ হরন করিবার কালে
সাত সমুদ্দুর জলে মিটিবেনা তৃষ্ণা তব সিদ্ধি কর্মে।


শত অনুনয়, প্রার্থনায় গলবে না তোমার মন
বহুরূপী তুমি, হিংস্র, বিধ্বংসী- মালাকুল মউত।