রাত ১২।০৫ – একরাশ বিরক্তি আজও শুয়ে পড়ায় দেরি,
প্রতি রাতে ভাবি আজ সকাল সকাল ঘুমাব মাইরি
রাত ১:৩০- এখনো ঘুম আসে নি চোখের পাতায়
নিরাশার চিন্তার আঁকিবুঁকি মাথায়..
রাতঃ ২:৪০- আমি এবার ঘুমের দেশে অনুপ্রবেশ করছি
অবচেতনায় একরাশ স্বস্তি ,আর ঘুম থেকে উঠব না ভাবছি
সকাল ৭:১৫- উঠতে হবে ভেবে অদৃষ্টকে শাপান্ত করছি
আর না হয় ৫ মিনিট ঘুমে মহাভারতে আর কি অশুদ্ধি?
সকাল ৮:০৫- ধুর! এ কি হয়ে গেল আজও হবে অফিসে দেরি?
এক লাফে উঠে দাঁত ব্রাশ করতে করতে গোসল সাড়ি তড়িঘড়ি।
শার্ট প্যান্ট গুঁজে পাখির মতো আহার সাড়ি,
আর জুতায় ফিতে বেধে বাইরে ছিটকে পরি..!!