ও দূর আকাশের বিমান।।
কেন কর এত অভিমান?
যখনই দেখি তোমায় আসতে
মনটা আমার চায় যে জানতে-
কারে নিয়ে আসলে তুমি?
সে কি আমার প্রিয় "জান"?
.
ও দূর আকাশের বিমান।।
কেন তোমার এত অভিমান?
যখনই তুমি যাও যে চলে
মনটা আমার সুধুই বলে-
কার "প্রিয়" কে উড়িয়ে নিলে?
ভাসিয়ে তারে চোখের জলে!
.
ও দূর আকাশের বিমান।।
কেন কর এত অভিমান?
বল আবার আসবে কবে
মনটা আমার অপেক্ষায় রবে-
আনবে কি তুমি এবার তাকে?
যারে সুধুই এই মনটা ডাকে!
.
ও দূর আকাশের বিমান।।
করোনা তুমি আর অভিমান
এবার তুমি গিয়ে ওপারে
আমার কথা বলো তারে-
নিয়ে এসো সঙ্গে করে,
ভাঙ্গিয়ে তার সব অভিমান!
ও দূর আকাশের বিমান।।


© কপিরাইট সংরক্ষিত ®


(Note- "ও দূর আকাশের বিমান।।" লাইনটি প্রতিবারই ২ বার করে পড়তে হবে।)
(এক সকালে অফিসে যাবার পথে আকাশের দিকে তাকিয়ে বিমান যেতে দেখেই "ও দূর আকাশের বিমান" কবিতাটি রচনা করেছিলাম। আমি কোনো কবি নই তবুও এত অল্প সময়ে একটা কবিতা লিখতে পেরে আমি নিজেই আশ্চার্যন্বিত। আমার প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা আর প্রিয়জনের অপেক্ষাতে অতিবাহিত কষ্টের মুহূর্তগুলোর কারণেই এটি সম্ভব হয়েছে বলে আমি মনে করি।  "ও দূর আকাশের বিমান" কবিতাটি সবাইকে একবার পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।)