সারা বেলা দুষ্টুমির ছলে,  
সবার সাথে হেসে খেলে,
চাই আমি থাকতে তোমায় ভুলে।


ভাসতে চাইনা আর চোখের জলে,
তাই মনের সাথে যুদ্ধ করে,
মিশে যাই আমি সবার সাথে।  


মনের ঝড়ের সাত সাগরের জল  
রুখে দিতে পারি এক নিমিষেই,
ভেঙ্গে পড়িনা আমি কোন কিছুতেই।


বেলা শেষে যখন সন্ধ্যা ঢলে
মনটা আমার শুধুই বলে,
থাকো তুমি এভাবে কাকে ভুলে?


হাজার প্রশ্ন এই মনটা করে,
দিতে পারিনা জবাব তারে,
পারিনা তখন আর বোঝাতে নিজেকে।


সব ঝড় ঝাপটা রুখতে পারলেও  
গড়িয়ে পড়েই যায় দু'ফোঁটা জল
এই ক্লান্ত রুক্ষ নয়ন থেকে।


সবার সাথে জিতেও আমি
হেরে যাই রোজ গভীর রাতে,  
দু'ফোঁটা চোখের জলের কাছে।


© কপিরাইট সংরক্ষিত ®