আমি অমাবস্যার রাতে কবিতা লিখবো,
তুমি আউলা চুল বেঁধে রেখো।
যদি লিখার মাঝে ভূত হয়ে যায়,
সাহস রেখে মনে অপলক চেয়ে থেকো


আমার কালিজমা নয়ন যুগল, হৃদয়ের অকুতি তুমি দেখতে পাও না।
জানি আমার সহজ ভাষার জটিল ধাঁধা তুমি বুঝতে পারোনা।
তাই ভাবোচ্ছ্বাসের ভাঙ্গন রোধে নব‍্য সারথির এতো আয়োজন, এই বাহানা


আমি অমাবস্যা রাতের তুমুল বৃষ্টি হবো,
তুমি ভুল করে খোলা রেখো দক্ষিণের বাতায়ন।
যদি বিদ্যুৎ দ‍্যুতি হয়ে তোমাকে আলতো ভাবে ছুঁয়ে দেই, তুমি করোনা বারণ।


আমার অব‍্যাক্ত অনুভূতি, অনুরক্ত স্পন্দন
তোমার অটল হৃদয়ে স্পর্শ করে না।
বুঝতে পারি আমার হাজার মায়াবাণীর পঞ্চাশ বর্ণ তোমাকে টলাতে পারেনা।
তাই পূর্ণিমা রাতের উপাক্ষানে বিলাসী স্বপ্নের এই প্রার্থনা।