কুহেলি ছায়ায় চলি দিগন্তের পানে,
সুখ সুখ করে মরি, খুঁজিতে সে সুখ।।
তবুও মোরা পাই না সে উজ্জ্বল মুখ,
যখনি তাকাই মোরা আয়নার পানে।।
পাইতে সুখের ছায়া, আয় করি অর্থ-
বাড়ি-গাড়ি সোনা-দানা কম কিছু নাই,
তবুও সুখের তরে, লুটি যাই পাই।।
ঢের আছে।তবু খাদ্য-ঘুম কেন ব্যর্থ ?


পুছিনু মনকে, “কেন এ স্বার্থপরতা?”
সুখের লাগিয়া দিতে হবে কি এমন?
হিয়া হাসি কয়, “শোন, আকাশ দেখ-না?”
বিনা দামে বারি দেয়। মাটির মমতা,
আহা ! মায়ের সমান। ফের বলে মন,
“ভালবাসায় সকল সুখ স্ব প্রেরণা।”


তাং- ২১/০৯/২০১৯ ইং