এত দিন পরি ছিনু গম্ভীর জগতে,
ইচ্ছে হইল সাহিত্য জগত ভ্রমিতে।।
ভাবিছিনু ইহাতে কি অজ্ঞতা এমন,
করিলে ভ্রমণ যাহা হইবে পূরণ;
ঢুকিতে সাহিত্যঃপুরে,মিলিল সাক্ষাতে
বড় দেহি বৃক্ষ,সাজা ত ডাল পালাতে;
ফলগুলো স্বাদে ভরা,রঙ্গে মাখা মন,
অবশেষে চিনিনু তা,রবীন্দ্র কানন।।


তার পাশে খাড়া আছে, নাম দত্ত বৃক্ষ;
আকাশচুম্বী চূড়ায়, ডগাটা অলক্ষ্য।।
ফলগুলো স্বাদে ভরা, রঙ্গিন হৃদয়ী;
এছাড়াও ছায়া দেয়, হাজারো প্রণয়ী।।
জানিনা কেমনে করে এহেন সাধন;
বর দাও খোদা সেথা করি বিচরণ।।