এসেছি আজ হৃদয়ের গান শোনাতে,
সাম্যের কথা বলতে,
সকলের অধিকার চাইতে,
এসেছি সকল কে এক করতে-
যারা ন্যায়ের কথা বলবে,ন্যায়ের পথে চলবে,
সত্যের কথা বলবে, সত্যের পথে চলবে।।
যারা অত্যাচারীর বুকে পা দিয়ে
পাঁজরের হাড় গুলো করবে চূরমার,
জিভ টা টেনে ছিঁড়ে ফেলবে,
ঘুসি মেরে দাঁত গুলো ভেঙে ফেলবে,
বুক চিঁড়ে হাত দিয়ে চিবিয়ে
কলিজাটা ভস্ম করে ফেলবে।
হ্যাঁ আমি তাদেরই কথা বলছি,
যারা অত্যাচারের কালো রঞ্জন ,
নিজ হাতে মুছে জ্বালাবে আলোর প্রদীপ।।
যারা একাই পিচাশদের সমরে করবে আহ্বান,
আর সকল অত্যাচারীর হাঁটু কেঁপে কেঁপে
নিথর হবে শরীর, পালাবে বাঁচাতে জান।
তাদের ভয়ে সকল অত্যাচারীর  পোষা ত্রাস-
কুত্তা-গুলো, ছাগল বেশে মুখ লুকিয়ে খাবে ঘাস।।
তাদের চোখে রবে ওমরের চোখের জ্বলন্ত অগ্নি‌
বাহুতে রবে আলীর হাতের ভরা শক্তির বহ্নি,
হৃদয়ে রবে সকল ইনসাফ,সকল যুগাবতার,
মুহম্মদ,যিশু, রাম, বুদ্ধদেব সাক্ষ্য দিবে যার।।
যেদিন যুবক এমন হবে, শুনব জয়জয়কার
                                      -মানবতার।।


তাং- ০৯/১০/২০১৯ ইং