একদিন   বলেছিলে তুমি
              ভুলোনা আমাকে।
একি শুধু   নাম মনে রাখা,
জাদুকরি    দেহের গঠন
ওষ্ঠের       স্বর্গীয় হাসি
কটাক্ষ       উদাস চোখের
অলকের     মাতাল গন্ধ
চুম্বের        স্বাদ কেন নয় !


দুজনার      একসাথে দেখা—
বালকেরা    উড়াচ্ছে ঘুড়ি
                   খেলিছে ক্রিকেট
ঝরা পাতা   খাচ্ছে ছাগল
মাঠ থেকে   শস্য মাথায়
হাট থেকে    হাট হাতে
                   পরিচিত মুখ,
সন্ধ্যায়       সূর্যের আঁকা
পৃথিবীর      তৈলচিত্র,
এ রঙিন      ছবি কেন নয় !


এরপর       ঠিক করে কলে
                   ভুলোনা আমাকে
মনে রেখো   আমাদের স্মৃতি।
ওই যায়      মাথাভাঙা নদী
দুতীরকে      ইস্পর্শ করে
এই পারে     ঘাস ফুটে, কাশ
                    ওপারেও তাই।
এই পারে     বক চরে,চরে
                  শামুকের মেলা
ওপারেও      বক চরে, চরে
                  শামুকের মেলা।