কবিতার    খাতাখানি দিনু
একেবারে   স্বাভাবিক রূপে
তুলে রেখো মেলাদিন পরে
জমিহারা    জমিদার যেম
             দেখে গাঁট খুলে
              পুরানো দলিল
একদিন    তুমিও তেমনি
দেখে নিও  প্রেমের দলিল।


তারপর    বসন্ত শেষে
দন্তক      সূর্যের নিচে
প্রচণ্ড      আরদ্রতায়
গুম্বট      পৃথিবীর বায়ু
হতাশার   সেই দিনে, সেই
                       সংকটে  
খুলে দেখো  কবিতার খাতা
হয় তো বা   উধার করিবে
      পুরাতাত্ত্বিকের মতন
                প্রেমের ফসিল।