তোমার- তখন একুশ বছর বয়স
আমার সবে আম কুড়ানোর কাল
মিষ্টি হেসেই ধরলে যখন গাল
কাল বোশেখে লন্ড-ভন্ড হাল!


সেই যে, আমার ঘুমটি গেল চুরি
মনটি জুড়ে উড়লো রঙ্গিন ঘুড়ি
হৃদয় মাঝে সে কি ভীষণ ঝড়
মত্ত হাওয়ায় কাঁপছিল থর্ থর্।


লজ্জা- সে কি হাতটি তোমার ধরতে
বুঝতে যদি চোখটি খুলে দেখতে
মাতাল প্রেমে হারিয়ে কিশোর মন
খোঁজত শুধুই তোমায় পাওয়ার ক্ষণ।


রাখবে বলে জড়িয়ে বাহু ডোর
দিতাম এনে পদ্মটি রোজ ভোর
তুমি তাতেই সাজিয়ে তোমার ঘর
বলতে স'বে এই যে আমার বর।


হঠাৎ- যেন পড়লো এসে বাজ
পরলে যখন তোমার বিয়ের সাজ
আমার তখন সে কি অভিমান
হৃদয় জুড়ে কান্না ডাকে বান।


বললে তুমি, কাঁদলে অমন করে
ফিরবেনা আর, থাকবে দূরে সরে
বাঁধ ভাঙা সেই জোয়ার নিয়ে বর
অশ্রু জলে করলে আপন, 'পর।


অবুঝ প্রেমের সেই হারানো দিন
আসবে কি আর ফিরিয়ে দিতে ঋণ
নিতল সে প্রেম চায়নি সেদিন নারী
দেবী হয়েই ছিলে হৃদয় জুড়ি!