স্বপ্নের রং যদি দেখতে
তবে বুঝতে - প্রজাপতি হয়ে,
তোমার ডানায় আঁকা ছিল
আমার প্রেমের আল্পনা।


কাগজের মিছে ফুল নয়
ঘ্রাণ হীন, সাজানো ফুলদানি!
আমার ছিল বসন্ত, দখিনা হাওয়ায়
সুর বেধে ছিল কুঁড়িরা - ফুটবে বলে
শুধু ছিল তোমার অপেক্ষা!


সেই তুমি - ধরলে মেঘের হাত!
নীলের মাঝে কখনো সাদা, কখনো ধূসর,
আমি বললাম, তবে তুমি রংধনু হও
তোমার খোঁপায় থাকবে ময়ূর পেখম,
কপালে নাগ মনি- জলে ভেজা,
আমার জানালা ছুঁয়ে যাবে, বৃষ্টি
সে কান্না নয়, করুণাও নয়
বৃষ্টির জল কি কখনো নুনা হয়?