আর কতদিন? রাখবা তুমি
দাবায়ে আমায় নীচে,
ইচ্ছে হলেই নির্বিচারে
মারবা আমায় পিষে।


আর কতদিন? হাসবা তুমি
আমার লাশটি দেখে,
চাইলে বিচার বলবা, এমন
হচ্ছে সকল দেশে।


আর কতদিন? শস্ত্রের জোরে
রাখবা আমায় চুপ,
মিথ্যা কথার ধুম্রজালে
ঢাকবা তোমার রূপ!


আর কতদিন? নয়তো দূরে
ফুটেছে নতুন কুঁড়ি,
সকল পাপের হিসেব নিতে
বসেছে আবার জুরি।


আর কতদিন? ঐ এসেছে
নতুন প্রাণের জোয়ার,
সকল পাপের বিচার শেষে
খুলবে নতুন দুয়ার।