কথা নয় চুপচাপ! বরষার টুপটাপ
কত ধানে কত চাল শুনি!
চারিদিকে বন্যা, ভাসে ঘর কন্যা
বৃথা কেন ফসলটি বুনি।


হায় হায় ফাগুনে, পুড়ে ধান আগুনে
কোন ব্যাটা বলে নাই ন্যায্য,
মিথ্যার হাহাকার, মিছে করে নচ্ছার
চোখ বুজে করে যাও সহ্য।


বাজারের মহাজন, লুটেরা সে আজীবন
মণে দেন টাকা সাড়ে পাঁচশো,
বেচে ধান আমনে, কিষাণের প্রাঙ্গণে
নবান্নে দীনহীন দৃশ্য!


আর কত অন্যায়, মুখ বুজে সওয়া যায়
মাঠ যদি পড়ে র'য় শূন্য,
শুনে রাজ মন্ত্র, শাস্ত্রীয় তন্ত্র
পারবে কি পেটে দিতে অন্ন?