সোনার একটা পাখি এনে
রেখেছিলাম পিঞ্জরে,
সোনালী সব স্বপ্ন এঁকে
থাকতো মনের মন্দিরে।


ঘুম জড়ানো গানের সুরে
দোল দিত সে অন্তরে,
সোনার নূপুর পায়ে দিয়ে
বসত ছিল অন্দরে।


সেই পাখিটা কেমন ছিল?
জানতে চাইনি কোন দিন,
দিন গুলো তার কেমন করে
কাটত খাঁচায় সঙ্গী হীন!


একদিন পাখি বাঁধন ছিড়ে
মেললো ডানা অজানায়,
সুখের সাগর রইলো পড়ে
বন্দী খাঁচার সীমানায়!