রং মেখে সব সং সেজেছে
যায়না তাদের চেনা,
মুখোশ ঢাকা মানুষ গুলোর
চলছে বেচা-কেনা।


ভবের হাটে খোলস এঁটে
বহুরূপীদের রাজ,
রামের বেশে দুষ্ট রাবন
পড়ছে মাথায় তাজ!


ছদ্মবেশে কেউ হয়েছে
মস্ত জ্ঞানের সাগর,
মূর্খ লোকের রাজ্য জুড়ে
বড্ড তাদের কদর!


যাদুর বরে আজ যে সাধু
কাল সে আবার খল,
মিথ্যে কথার চাদর মোড়ে
লুটছে ঠগের দল।


রূপান্তরি মানুষ গুলোর
নিত্য নতুন সাজ,
প্রবঞ্চনার জাল ছড়ানোই
স্বার্থবাদীর কাজ।