হৃদয় জুড়ে ব্যাথায় জাগা
বসন্তের এই গান
গাইবে বলে একটি পাখি
একতারে দেয় টান


গুনগুনিয়ে সুরের ধারায়
ভ্রমর তুলে ঢেউ
আড়াল হতে চুপটি করে
সেতার ধরে কেউ


পলাশ বনে রং লেগেছে
মৃদুল হাওয়ায় তান
নাম না জানা ফুল ফোটেছে
মাতাল করা ঘ্রাণ


মৌমাছিরা ঝাক বেঁধেছে
কোকিল হঠাৎ চুপ
দূর পাহাড়ে নীল সেজেছে
কি অপরূপ রূপ!