রাম কানাইয়ের পুত্র ঘেটু
দুষ্টুমিতে পটু
বেচতে গেল গায়ের হাটে
হাসের ছানা দুটো।


মা বলেছে দাম যেন চাস
তিরিশ টাকা জোড়া
একটি টাকাও কম দিবিনে
বুঝলি বোকা ছোড়া।


মায়ের কথায় চোখ পাকিয়ে
বললে তবে ঘেটু
কে বোকা! আজ দেখবে লোকে
পাকিয়ে হাতের মুঠো।


পথ চলে আর বুদ্ধি আঁটে
হাত বুলিয়ে ঘটে
কেমন করে আজকে তবে
লোক ঠকাবে হাটে?


ভাবনাতে তার গেল বেলা!
খদ্দের এল হেসে
বললে ওহে, এক খানি হাস
বেচবে কি আজ বিশে?


এক খানি হাস বিশ যদি হয়
দুই খানি হাস কত?
অংকে হাসের ডিম পেয়েছে
পরীক্ষাতে গত।


হিসাব খানি গোলমেলে বেশ
আঁক কাটল কষে
দোষ দিল সব পাজি হাসের
গোল পাকিয়ে শেষে।


থাকত যদি আজকে হাবু
বুঝত এখন বেশ
হাসের অংকে কেমন করে
পায় সে দশে দশ!


ভাবনাতে তার পড়ল দাড়ি।
ভাবছ কি হে খোকা,
অমন করে আঁক কেটে কি
অংক কষে বোকা!


একটু পরেই হাট ফুরোবে
বেচবে কি হাস তবে
সন্ধ্যে হলেই গায়ের পথে
রওনা হবে সবে।


বুদ্ধি এটে বলল ঘেটু
হয় যে ভীষণ ঠকা,
চাও যদি নাও দুই খানি হাস
মূল্য তিরিশ টাকা।


বিক্রি হল হাস জোড়া তার
লাভ কি ক্ষতি হল?
বুঝতে হলে অংকটাকে
শিখতে হবে ভাল।