কবিতার ছন্দে পড়ে আছি ধন্দে
বড় বেশি গোলমেলে মাত্রা
দিন-রাত মাটি করে, লিখেছি যা খাঁটি করে
হয়েছে তা খাসা আলকাতরা


কেউ বলে তালি দিয়ে ধর তুমি মন্দ্রা
সুর-তাল-ছন্দে গাও সারা সন্ধ্যা
গলা যদি বসে যায়, পান কর আদা জল
চিরতার পানি খাও, চাও যদি পেতে বল


তারপর খুব করে ধর স্বর-ছন্দ
তালে তালে বেশ করে কর গাল মন্দ
তাতে খেপে পড়শিরা যদি করে তোলপাড়
মাত্রার কান ধরে দাও গোটা দুচ্চার


এইবার খালি পেটে শুরু কর চর্চা
অক্ষরে লিখে যাও টানা বারো বর্ষা
তারপর চন্ডী'তে যদি আসে কালিদাস
বাঁধ তারে বেশ করে কবিতার খরপাশ


তবু যদি তাল কাটে, খুক-খুক কেশে খুব
দরজায় খিল এঁটে, গদ্যতে দাও ডুব
ডুবে ডুবে শেষ কালে কাঁপুনিতে এলো জ্বর
ছন্দের ম্যালেরিয়া- সে বড় ভয়ংকর!