নিরজনে বাতায়নে, বসে আছি আনমনে
হাওয়া এসে করে যায় মিতালি,
ঝাউ বনে পাখা মেলে, উড়ে চলে নিশাচর
আঁধারের সাথে হয় গীতালি।


নীল চোখে ইশারায়, অভিসারে ডেকে যায়
মিটি মিটি তারাদের নগরী,
দূর হতে বহু দূর, ভেসে আসে বুনো সুর
আজ বড়ো একা আছে টগরী।


এলোমেলো মেঘ গুলো, চুপি চুপি ছুঁয়ে গেল
এই বুঝি শুরু হল বৃষ্টি,
আঁধারের ধারে ধারে কারা যেন নিভে-জ্বলে
অপলক হয়ে আসে দৃষ্টি!


ঘুম ভাঙ্গা আধো চাঁদ, জলে ভেজা এই রাত
আসবে কি চড়ে মেঘ পালকি,
লাজে রাঙ্গা ফুল কুঁড়ি, ঘোমটার লুকোচুরি
ভালবেসে সাথী হবে কাল কি?