এক কাপ চা হাতে- গোধূলি বেলা
রং গুলো ফিকে হয়েছে সময়ে;
দল বেঁধে নীড়ে ফিরছে পাখিরা
যান্ত্রীয় জীবন ঘেরা ব্যাস্ততা-


ধোয়াটে চা নিংড়ানো সতেজতা
কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি;
টিকে থাকার প্রত্যয়ে- শেষ আলো
বাষ্পীয় চোখে অপার শূন্যতা!


কাপের ছোঁয়ায় একটু উষ্ণতা
জড় সত্ত্বায় প্রাণের সঞ্চারণ;
হিম বাতাস শুষে নেয় উত্তাপ
অসাড় ধমনীতে শীতলতা-


চায়ের কাপে শেষ চুমুকে ক্লান্তি
দিন শেষে আঁধারের নিস্তব্ধতা;
অবিরাম ছুটে চলা অজানায়
সীমাহীন বিষন্নতায় সমাধি!