দুঃখ-সুখের এই জগতে
শুধুই সুখের আয়োজন,
সুখের আশায়, দুঃখের মাঝে
লীন হয়েছে কতজন!


বন্দী খাঁচায় সুখ গুলোকে
রাখছি বেঁধে যতনে,
দুঃখ গুলো পর করেছি
অবহেলায় গোপনে।


সুখের আশায় ছুটছে মানুষ
রাত্রি-দিনে নিরন্তর,
দিচ্ছে পাড়ি সপ্ত সাগর
থাকতে সুখে অনন্তর।


সুখের নেশায় অন্ধ হয়ে
করছে কেহ আপন পর,
সুখের খোঁজে ক্লান্ত মানুষ
ডুবছে দুঃখে জনম ভর।


সুখ গুলো নয় বনের পাখি
যায়না বাঁধা পিঞ্জরে,
দুঃখের সাথে লীন হয়ে সুখ
বসত করে অন্তরে।


সুখ গুলো সব দুঃখের মাঝে
সদা করে বিরাজন,
সুখের সাগর পাড়ি দিতে
দুঃখের বড়ো প্রয়োজন।