এই শহরের চেনা এক গল্প
আজ, ক্যানভাসে এঁকেছি অল্প
জল টুপটাপ ঝরে পড়ে- বারান্দায়
মেঘ, চুপি চুপি ছুঁয়ে যায়- জানালায়
আর কাচ গুলো হয়ে চোখ ঝাপসে
ভিজে বনসাই খোলা ছাদে- চুপসে
তার পাশে কার দৃষ্টিরা- শূন্যে
ঝরে শ্রাবণের ধারা তার জন্যে
যদি টুপ করে নেমে আসে- সন্ধ্যা
ফুটে, অবেলায় রজনীগন্ধা
তবে ধরবে কি- কেউ তার হাতটা
খুব, একা যেন এই ভাঙ্গা ছাদটা

এই শহরটা বড় বেশি ব্যাস্ত
গিলে খায় গোটা মানুষটা- আস্ত
আজ নেই তার অভিমানি আবদার
তাই নেই তাড়া, আর ঘরে ফিরবার
আজ রাস্তাটা ভিজিয়েছে- বৃষ্টি
হয় মেঘেদের সাথে- শুভদৃষ্টি
এই সন্ধ্যাটা ছিল- শুধু বাঁচবার
তাকে প্রাণ খুলে- খুব ভালবাসবার