দেশটা মোদের বড়ই আজব-
নিত্য আজব কান্ড,
তিল আর তালে জট পাকিয়ে
সব হয়ে যায় পন্ড।
যার যা খুশী, করছে সে তা
হুশ কারো নেই তেমন,
নিয়ম-নীতির তোয়াক্কা নেই
সব কিছু কেন এমন?


মানছেনা আইন, ভাঙছে সবাই
করছেনা কেউ বারণ,
উল্টো পথে চলছে গাড়ি
নেই যার কোন কারণ!
বাড়ছে দালান, গড়ছে তবে
ইট-পাথরের দঙ্গল,
সভ্য মানব নগরতো নয়
আফ্রিকার এক জঙ্গল!
ভরছে নদী, বাড়ছে দূষণ
করবে কে তা বন্ধ,
ভেজাল খেয়ে মরছে শত
তবুও সবাই অন্ধ!


চলছে সবই লাগাম ছাড়া
ধরছেনা কেউ টেনে,
দেখছে সবাই চোখটি বুজে
নিচ্ছে সবই মেনে।
সত্যিই আজব! কোথায় আছে?
এমন মগের মুল্লুক,
সভ্য যুগের রাষ্ট্রতো নয়-
হিরক রাজার তাল্লুক!