হাতুড়িটা আজীবন-
করে গেছে গোলামি,
বোবা হয়ে সয়ে গেছে
চায়নি সে আজাদী।


হাত নেই তবুও সে-
ভেঙে গেছে কত কি,
কখনও সে মানুষের
হাড় ভেঙে দেখেনি।


আজকাল হাতুড়িটা
হয়ে গেছে সেয়ানা,
নির্জীব-জড় ভেঙে
মন আর ভরে না।


চাই তার শিরদাঁড়া
চাই তাজা অস্থি,
মুন্ডুটা ভেঙে তবে-
পায় যে সে স্বস্তি।


হাতুড়িটা কোন ক্ষণে
হয়ে গেছে হাতিয়ার,
জালিমের হাত হয়ে
লুটে নেয় অধিকার।