হীরক রাজা, ব্যাস্ত ভীষণ
ভাবনাতে তার উন্নয়ন,
দুষ্ট কথায় কান দিয়ে আর
করছেনা তাই কালক্ষেপন।


রাজ্য জুড়ে চলছে দমন
কার কাছে ভাই বিচার চাই?
বললে কথা মিলছে শমন
আমার মাটি, আমার নাই!


যার নাই ভাই সেই'তো জানে
এই মাটি যে সোনার দাম,
রক্ত দিয়ে আর কত দিন
রাখবো মোরা দেশের নাম?


গঙ্গা গেল, তিস্তা গেল
মারলো কত ফারাক্কায়,
বানের জলে ভাসল শত
রাজার শুধুই তখত চাই!


বলছে লোকে, মিথ্যা খতে
এবার বুঝি রাজ্য যায়,
হিসেব কষে ভাবছে রাজা
পেয়েছি ঠিক ন্যায্যটাই।