হাজার পথের ভিড়ে, খুঁজে ফিরি দিক
পঙ্খিরাজের পাখা উড়ে নির্ভীক,
বেদুইন মরু মাঝে- ধোঁয়াসা প্রহর
মরীচিকা হয়ে ছোটে অজানার পর।


বহুদূর মহাকাশে আলোর মিছিল
এক হয়ে, যেন তারা- হুরাসের চিল,
সাইবেরিয়ার ডাকে লো-হাওয়ায় ভেসে
উড়ে চলে বীর সেনা- মরু কাঁপে ত্রাসে!


বেদুইন দিশাহীন, বুক দুরু-দুরু
ভাবে আর কত দূর- রাত্রির শুরু,
তারার মাদুরে চড়ে ভীরু আলাদিন
জাদু বরে উড়ে যায়- বহুদূর চীন,
ক্ষণিক আশারা যেন প্রতিসারি আলো
নিঃশেষে শুষে নেয়- রাক্ষুসে কালো!


পরিযায়ী উড়ে চলে নির্ঘুম রাত
সোনালী দু-চোখে জাগে নতুন প্রভাত,
আকাশ-গঙ্গা পানে মেলে তার ডানা
যাযাবর পাড়ি দেয় দূর অজানা-


অনন্ত মহাকালের অভিযাত্রী
গড়ে যায় নব পথ অহ-রাত্রি,
জানে তারা সীমাহীন এই পারাবার
লুকানো দুয়ার- শত সম্ভাবনার!