হয়তো সেদিন তোমার বেদিতে
হয়নি লিখা স্লোগানে-
জন্ম হতেই এই দু-হাতে
জ্বেলেছি মশাল আগুনে।


হয়তো সেদিন ভোরের সূর্যে
আঁধার ছিল গ্রহণে-
এই হৃদয়ে জমিয়েছি লাল
আগ্নেয়গিরি দহনে।


হয়তো সেদিন ঐ রাজ পথ
ভাসেনি রক্ত প্লাবনে-
কৃষ্ণচূড়ার রঙ্গিন শাখা
গর্জে উঠেছে ফাগুনে।


হয়তো সেদিন বজ্রমেঘেরা
ঝরেনি মরুর শ্বশানে-
মহা তান্ডবে কালবৈশাখির
ঘোর অমানিশা ঈশানে।


ওহে কাপুরুষ! লুটাবে তুমি
স্মৃতির মিনার চরনে,
রক্তের দামে কেনা পতাকা
উড়বে- মুক্ত গগনে।