নদী- এক সময়ের স্রোত
ভাসায় ভেলা তাতে, বহে শত যুগ।
সময়ের নদী, বহে নিরবধি
লয়ে তার ঢেউ, ভেসে যায় কেউ-


সময় নদীর স্রোতে ভাসিয়াছে মাঝি
দুই পটে ভেসে চলে অপরূপ ছবি,
এক পাড়ে গড়ে তার, এক পাড় ভাঙে
কূলে কূলে ভেঙে গড়ে নব যুগ আনে।


ক্ষণে ক্ষণে আসে ঢেউ, ক্ষণে আসে বাঁক
স্নিগ্ধ সমীর ধারা, বহে অহ-রাত।
তারই মাঝে গা-ভাসিয়ে, ছুটে চলে তরী
যেতে যেতে ভাবে মাঝি, নাই তার জু়ড়ি।


মুহুর্তে ঢল আসে, বাণ ডাকে নদী
ভ্রমর কৃষ্ণ সাজে শূন্য চারিণী,
ঝঞ্ঝা-স্রোতের তোরে ধরে হাল শত
প্রলয় নাচন নেচে হয় সংহৃত।


সময় নদীতে ভেসে, চলে কত জন
কেউতো জানেনা এই- চলার কারণ,
জানেনাতো কেউ, যাবে কত দূর
কত ক্রোশ পাড়ি দিলে, বাধা হবে ডোর!