হচ্ছেটা কি আজকে হেথা
চলছে বেজায় হট্টগোল,
বুক ফাটিয়ে চেচাচ্ছে যে
তার কি আছে মাথায় গো'ল?


তপ্ত রোদে, ভর দুপুরে
লোক গুলো সব করছে কি,
ঝন্-ঝনিয়ে বলছে যে জন
তার কথা কেউ শুনছে কি?


দিব্যি বসে, জোরসে কষে
চক্ষু বুঁজে ঢুলছে কেউ,
একটু পাশে ঠ্যাং দোলিয়ে
আপন মনে ভাবছে কেউ।


সপ্ত সুরে কাঁপছে মাটি
পড়ছে তালি দমারদম,
চোখ রাঙ্গিয়ে, মুঠ পাকিয়ে-
যাচ্ছেনা কেউ একটু কম।


বলছে লোকে, আজকে স'বে
করলে হেতা দেশোদ্ধার,
বজ্র নাদে বললে যে সব
করবে কে তার পাঠোদ্ধার?