লুট নাকি হল দেশ, চারিদিকে তার রেশ
      এতো নয় সাধারণ ডাকাতি;
গরীবের জমা-ক্যাশ, হল বুঝি সব শেষ,
        এ যে বড় চিন্তার কথাটি!


চুপচাপ চলে বেশ, সন্ধানে বাড়ে ক্লেশ
     কোথা গেছে ভল্টের টাকাটি?
বড় বড় দরবেশ, নেই কারো জটা-কেশ,
     তারা নাকি এসবের হোতাটি।


ধনী নাকি হল দেশ, কোথা নেই তার লেশ
     বাড়ে শুধু করের ঐ বোঝাটি;
দেনা দায়ে নিঃশেষ, রাষ্ট্রের তলদেশ
    কার পাতে পড়ে তার ফলটি?


হরিলুটে নিষ্পেষ, নিত্য তা বাড়ে বেশ
    কে মিলাবে হিসেবের খাতাটি
করে শত সমাবেশ, দেয় যারা উপদেশ
    সাধু বেশে তারা নাকি চোরটি।