এ কোন মোহের মায়া জড়িয়েছে এ জীবন
ক্ষণিকের পরিচয়; যেন চেনা আজীবন
বুক ভরা অভিমান জমিয়েছে হিমালয়
কেউ কারও নয় তবু আপনের অভিনয়।


জীবন নদীর খেয়া পারাপারে প্রিয়জন
সাথী হয়ে পথ চলা; তীরে এসে বিভাজন
তার মাঝে কত স্মৃতি; প্রেম আর বিরহের
সুখ পাখি ডানা মেলে নীড় বাঁধে স্বপ্নের।


মায়াবি এ পৃথিবীটা যেন এক যাদুকর
মায়ার বাঁধনে পর হয়ে যায় আপনার
খেয়ার যাত্রী জানে এ বাঁধন বিষাদের
মহাকাল গ্রাস করে সুখ স্মৃতি অতীতের।


হাজার প্রশ্ন মাঝে কোথা খুজে পাই ঠাঁই
জীবনের পারাপারে কোন মাঝি দাড় বায়  
কোন সুখে গড়েছে সে বিষাদের খেয়া তার
কোথা শুরু, কোথা শেষ- এই ভব সংসার?