লোকটা নাকি একটু খেপা!
'দশের তাতে কি'?
বুক ঠুকিয়ে উত্তর দেয়-
'আমার মত আমি'।

সমাজটাকে উল্টো করে
দেখায় সে অঙ্গুলি-
'সভ্যতার এই দেয়াল যেন
মিথ্যে কথার ঝুলি!

ডানে গেলে হয় সেকেলে  
বায়ে অধর্ম  
সোজা পথে যে চলে সে-ও  
নির্বোধ-মূর্খ।  

বিধি-নিষেধ আচার-নিয়ম
নাই তার অন্ত,  
তাদের কথা শুনেই যেন  
হয়ে যাবে সাধু-সন্ত!  

তাই যদি হবে, কোথা হতে এল
অসহায় দুঃখি কাঙ্গাল,  
কোন মন্ত্রে সৃষ্টি হল
রাজা বাদশা চণ্ডাল?  

কোন সামবাদে চালাও তোমরা  
পুঁজিবাদের ঐ কালা কল,
যার শ্রমে ঘুরে রাষ্ট্রের চাকা  
তার ঘরে নাই অন্নজল!

এতসত রীতি-আচার ভেবে  
কি পেয়েছে কোন জন?  
সমাজের যত লুটেরার দল
তারাই হয়েছে মহাজন।

এই সমাজের রীতির দেয়ালে
শুকায়েছে কত আখি জল,  
আপন লোচন মুদিয়াছে সে
হয়েছে যখনি প্রয়োজন!  

তাই বলি, শুন আপনার কথা  
কি চায় তব অন্তর?  
লোক লজ্জায় লোকায় যে মুখ
দহে সে অনন্তর।

লোকের কথায় কি যায় আসে  
কিসের এত সব ভয়?  
মিথ্যের এই দেয়াল ভেঙ্গেই
আনতে হবে বিজয়।'