প্রিয়ার দুটি লাজুক ঠোটে
ফুটেছে রাঙা গোলাপ ফুল,
আগুন জ্বেলে গুল বাগিচায়
গোপন প্রেমে করেছি ভুল।


টুকটুকে লাল সেই ঠোটে, হায়
রক্ত জবার ফুল-বাহার,
আকন্ঠ মদ পান করে দাও
প্রেম যমুনায় ডুব সাতার।



বসন্তের এই ফুল বাগিচায়
সুর তোলেছে নীল ভ্রমর,
প্রেম পিপাসায় ব্যাকুল হয়ে
পান করে মদ বন্ধু মোর।


মাতাল সুরে ঈশান কোণে
কাল বোশেখের ঘোর বিষাদ,
তান্ডবে তার উঠলো জোয়ার
ভাঙলো নেশার সুখ প্রাসাদ!