চোরের উপর দোষ কেন দাও
চোর সুযোগের সন্ধানী,
ভাঁড়ার ঘরে সিঁধ কাটেনা
চাখতে বেড়াল দুধখানি।


সময় থাকতে লাগাও কবাট
জাগাও চেতন বন্ধু মোর,
সুযোগ পেলেই লুটবে তোমায়
ছদ্মবেশী সিঁধেল চোর।



রাজ সভাতে মন্ত্রী-কুটাল
করছে গোপন মন্ত্রণা,
লেজটি নেড়ে কুকুর করে
আপন প্রভুর বন্দনা।


রাজ্য তেমন- রাজা যেমন
যেমন দেশের জনগণ,
লাথি খেয়েও কুকুর সদা
করে প্রভুর পদলেহন।