রহমতের ঐ দুয়ার খোলে
দাও খোদা এই রমদ্বানে,
আমার সাওম হয় যেন ঢাল
রোজ হাশরের ময়দানে।


ঘোর পাপী এই বান্দা তোমার
হে খোদা হও মেহেরবান,
সব কালিমা দূর করে দাও
মহানুভব, হে রমদ্বান।



মোর গোরে ভাই গোলাপ দিও
চাইনা গোলাপ-জল, আতর,
শান বাঁধানোর পাথর চাপা
দিওনা ভাই মোর উপর।


গোলাপ হয়ে পথের ধারে
ফুটবো আমি অনন্তর,
বইবে সুবাস সবার তরে
রইবেনা কেউ আপন-পর।