আবার বাতাসে বারুদের গন্ধ-
তবে, এ কেমন স্বাধীনতা?
বেয়নেট তলে রুদ্ধ বাক-
তবে, এ কি নয় অধীনতা?


প্রতিদিন আসে লাশের মিছিল
বুলেটে বুলেটে গাঁথা,
তিরিশ লাখের রক্ত কি তবে
সবই গেছে বৃথা?


স্বাধীন রাষ্ট্রে, নির্বিচারে
চলছে আজও নিপীড়ন,
মারণ নেশায় লীন হয়ে গেছে
মুক্তির সব আয়োজন!


ত্রাসের রাজ্যে স্বাধীনতা শুধু
ছেলে ভুলানোর প্রবচন,
মুক্তির সেই স্বপ্নটা ছিল
মিথ্যার নীল প্রহসন!