শূন্য ছিল মহুল বন
ফুটেই তুমি ছড়ালে রং,
কোন সুরাতে ভরিয়ে দিলে- মধুকা ফুলের মন?
হায়! এ সুরা বড় বেশরম
নেশায় লুটায়ে মরমে মরণ,
এই পেয়ালায় হয়েছি বেহুশ- হররোজ-হরদম।
আনো, ঢালো বিষের সে নীল
দাও ভাসিয়ে তপ্ত সলিল,
ছাই হয়ে যাক বিষাদ বাণে- বিক্ষত এ দিল!


হায়! আজ আমার এমন দশা-
সব লুটেছে অধীর নেশা,
পাশার ছকে জটিল ধাঁধায়, বাঁধলে মারণ পাশ
আঁখির কোণে প্রদীপ জ্বেলে, ছাড়লে তুরুপ তাস!