ফুল পাখিদের বায়না হাজার
আজকে শুধুই গল্প তারার,
চাদটাকে তাই দিলাম ছুটি
জ্বলছে জোনাক মিটি মিটি
মান ভেঙেছে রাতের রানি
ফুটছে খুলে ঘোমটা খানি।
ক্ষণিক পরে চুপটি করে
একটি তারা পড়লো ঝরে
তার খোঁজে সব গল্প ভুলে
বেরিয়ে এলাম দরজা খুলে,
এগিয়ে দেখি নীল চিঠিতে
কে যেন চায় বন্ধু হতে-
কি লিখেছে, কি লিখেছে
শুনতে সবে ভিড় করেছে,
এমন সময় দূর আকাশে
লাল তারাটার একটু পাশে
দেখলো সবাই একটি আলো
জ্বলেই আবার নিভে গেলো,
অবাক হয়ে তাকিয়ে তখন
লিখে গেলাম কাব্য কথন
ইশারাতে জানিয়ে দিলাম
তার সাথে আজ বন্ধু হলাম।