ছোট্ট গ্রামটা শহর হয়েছে অনেক দিন
মেঘ পেরিয়ে আকাশ ছুঁতে চায় অট্টালিকা;
রঙ্গিন আলোরা বিদীর্ণ করেছে মহাকাশ
শুধু মানুষ নেই- এই শহরে মানবতা নেই!


স্থাপত্য কলার নিদর্শন করেছে অনন্য
প্রকৃতির খেয়ালের রাশ ধরেছে প্রযুক্তি;
বুদ্ধিমান স্থপতির নিখুঁত হাতে নকশা
তবুও সাম্য নেই- এখানে সমান অধিকার নেই!


এখানে চারিদিকে আজ শুধুই হাহাকার
বুর্জোয়া প্রভুর পায়ে পিষ্ট মানুষের দাবি;
লক্ষ-কোটি মানুষের কলতানে মুখরিত
তবে, প্রাণ নেই- এই শহরে প্রাণের অধিষ্ঠান নেই!


এই শহর আজ এক বিভীষিকার নাম
ঝড়া পাতা হয়ে মর্মরে ভেঙে পড়ছে স্বপ্ন;
দেয়ালে বন্দি হয়ে গুমরে মরছে কান্না
কোথাও শান্তি নেই- শান্তিতে কাঁদার নূন্যতম স্থান নেই!