মুক্তির আলোরা ফিকে হয়েছে আগেই
যেতে হবে সীমাহীন যোজনের পথ;
ছুটে চলে বেদুইন- জানেনা কোথায়
থামবে কি জীবনের যাযাবর রথ?


একটা ধূসর রিগ দাঁড়িয়েছে সবে
জানেনা সে কতদিন এই বাটে রবে;
জানে শুধু মাটি শুষে দিতে হবে ঘাম
বিরান মরুতে সে কি পাবে তার দাম;
পারবে কি জেগে উঠে এই পরাধীন
দাসের শিকল ছিড়ে বাঁচতে স্বাধীন?


দাস! সে আঁধার লীন হয়েছে আগেই
সভ্যতা এনে দিয়েছে নবতর দিন;
ভেবে চলে বেদুইন- ক্লান্তির আবেশ
মানব হয়েও সে কি হয়েছে স্বাধীন?


ছুটে চলে অবিরাম সময়ের তালে
কলের রাখাল সব দিবা-রাত ভুলে;
কলের দানবে চষে মরুর অতল
অসাড় বালির বুকে ফলায় ফসল;
শ্রমের ফসলে তবু নেই দাবি তার
মানুষ হয়েও যার নেই অধিকার!


অধিকার! সে তো লুট হয়েছে আগেই
বুর্জোয়া প্রভু ধরেছে সভ্যতার রাশ;
ছুটে চলে বেদুইন- সমুখে আঁধার
ঊষর প্রান্তরে সে যে এক- নব্য দাস!