স্বাধীনতা কি তা জানো?
               বন্দী পাখির করুণ সুরে
                 কান পেতে তা শোনো,
দু-মোঠ্ ভাতেই মুক্তি আসেনা
                   মুক্তি প্রাণের আলো,
বন্ধু, তোমার শেকলে বাঁধা
                দু-হাতে আগুন জ্বালো।


স্বাধীনতা নয় আঁখির জলে
                     রক্তে রাঙ্গানো পথ
নির্বাক হয়ে চেয়ে থাকা নয়
                     - অবাধ-মুক্ত-মত;
স্বাধীনতা নয় ত্রাসের রাজ্যে
                        হায়েনার হুংকার
কা-পুরুষ হয়ে বেচে থাকা নয়
                       - বজ্রের ঝংকার;
স্বাধীনতা নয় ভীরু পলায়ন
                           দৃপ্ত পদক্ষেপ
বন্দী খাঁচায় করুণ সুরে নয়
                         - বৃথা আক্ষেপ!


বন্ধু শোন, মিছে ভয় কেন
                    আগুন লাগাও সূর্যে,
এই রাজ পথে হাজার মশাল
                    উঠবে আবার গর্জে!