ইদানিং- আর কবিতা লিখতে পারি না
লিখতে গেলেই কালি উপচে বেরিয়ে আসে-
নোংরা কীটের দল; অকথ্য গালাগালি কিলবিল করে কাগজে।


বেসিনের সামনে দাঁড়িয়ে- আয়নায় মুখ দেখি
চিরচেনা মানুষের বীভৎস রূপ;
লোভ- ঈর্ষা- জিঘাংসারা দলা পাকিয়ে নেমে যায়।


প্রতিশোধ! এইতো আমার কবিতা,
রক্তের নেশায় মাতাল হায়েনার মত-
অন্ধকারে জাল বিছায় এক এক পংক্তি;
বিভীষিকার রাতে দীর্ঘ হয় মৃত্যুর মিছিল!