কোন এক বিদগ্ধ পর্বতের পথে
ধূসর পৃথিবীর বিবর্ণ শেষ আলোয়
দাড়িয়ে থাকা হরিণ শাবকের চোখে দেখেছিলাম-
অনন্ত নিঃসঙ্গতা।


এইতো পৃথিবীর পথ!
সহস্র মানুষের ভিড়ে ছুটে চলা, একাকী-অবিরাম।


দরজায় তোমার পায়ের শব্দ-
জানি, আর কোন দিন হাটবোনা তোমাদের এই পথে;
নির্জন বিষণ্ণতায়, অজস্র বুনো হাঁসের ভিড়ে।


ক্রমশঃ ক্ষীণ হয়ে আসে কল্পনার সব শব্দ-আলো- ঘ্রাণ-