দীর্ঘ অভিমানের পর
বেড়ালের মত চুপিচুপি আদরে- গা ঘষতে ঘষতে
উত্তাল করেছিলে ভালবাসার সমুদ্র।


ফেনিল সে সমুদ্রে ডুবতে ডুবতে, হঠাৎ
তোমার পাজর ফুড়ে বেড়িয়ে আসে- যুগল শ্বদন্ত;
রক্তের নেশাতো তোমার আজীবন,
তুমি যে র‌্যাম্পের বেড়াল!



দুর্ভিক্ষের অনাহারী রাত গুলোতে
জোৎস্নার আলোতে উড়া বুভুক্ষ কীট-পতঙ্গ
গোগ্রাসে গ্রাস করে, পৃথিবীর বুকে রাজত্ব গড়েছিল; দুর্দন্ড প্রতাপ এক দল- রাক্ষস!


তাদের অবধ্য প্রেমে, মধ্য রাতে আজও জন্ম নেয়;
হায়েনা, পিশাচ আর- লোমশ বন্য মানুষ!